সঠিক উত্তর হচ্ছে: ১৯৪৯
ব্যাখ্যা: MOSSAD বা মোসাদ ইজরায়েল ভিত্তিক গোয়েন্দা সংস্থা। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দফতর তেল আবিব, ইজরায়েলে। ইজরায়েলের অন্যান্য গোয়েন্দা সংস্থার ভেতর আছে- আমান(এরা অবশ্য সেনা গোয়ান্দা), সাভাক ইত্যাদি।[তথ্যসূত্রঃMossad Website ]