সঠিক উত্তর হচ্ছে: খণ্ডিত
ব্যাখ্যা: ব্যাপারটি মাথায় আনতে হবে। আমরা জানি, বাংলা ভাষা ২০ টি সংস্কৃত উপসর্গ রয়েছে। উপসর্গগুলি হলোঃ প্র/পরা/ অপ/ সম/ নি/ অব/ অনু/ নির/ দুর/ বি/ অধি/ সু/ উৎ/ পরি/ প্রতি/ অপি/ উপ/ অভি/ অতি/ আ এখানে নিঃশ্বাস সন্ধি সাধিত শব্দ- নিঃ + শ্বাস এ প্রলয় উপসর্গ সাধিত শব্দ। অনু- অনুপম উপসর্গ সাধিত শব্দ। কিন্তু খণ্ডিত শব্দটি √খ ও + ত (ক্ত) = খণ্ডিত,এটি প্রত্যয়সাধিত শব্দ। তাই উত্তর b)
\nএক্ষেত্রে এই ধরণের প্রশ্ন সমাধান করতে গেলে (অবশ্য এই ধরনের প্রশ্ন এখন প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে) পরীক্ষার্থীর উপসর্গ ধারণাটি মনে রাখলে সঠিক উত্তর পেতে সময় লাগবে না। অবশ্য উপসর্গ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।