ব্যাখ্যা: আমরা জানি, যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০ \nঅর্থাৎ, x + y + z = ১৮০ \nআবার, এক সরল কোণ = ১৮০ \nববহিঃস্থ কোন তিনটির যোগফল \n= (১৮০ - x) + ( ১৮০ - y ) + ( ১৮০ - z ) \n= ৫৪০ - ( x + y + z ) \n= ৫৪০ - ১৮০ \n= ৩৬০
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।