ব্যাখ্যা: বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলো আঞ্চলিক ভাষা বা উপভাষা। বাংলা ভাষার উপভাষাকে মূলত ৫ ভাগে ভাগ করা হয়েছে। ১। রাঢ়ি\n২। ঝাড়খন্ডি\n৩। বরেন্দ্রি\n৪। বঙ্গলি\n৫। কামরূপি
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।