সঠিক উত্তর হচ্ছে: ভারতচন্দ্র
ব্যাখ্যা: রায়গুণাকর ভারতচন্দ্র
\n‘আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে’– উক্তিটি করেছিলেন মাঝি ঈশ্বরী পাটনী ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকাব্যে।
\nদেবী অন্নদা নদী পার হয়েছিলেন ঈশ্বরী পাটনীর খেয়ানৌকায়।
\nমধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়ের উপাধি হলো– ‘রায়গুণাকর’।
\nভারতচন্দ্রের জন্ম হয়েছিলো আনুমানিক ১৭১২ সালে অর্থাৎ আঠারোশতকের প্রথম দিকে বর্ধমানের পান্ডুয়া গ্রামে।
\nনবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে সভাকবি হিসেবে বরণ করে নেন এবং উপাধি দেন ‘রায়গুণাকর’।
\nভারতচন্দ্রের অন্নদামঙ্গলকাব্যের তিনটি ভাগ– ‘অন্নদামঙ্গল’, ‘বিদ্যাসুন্দর’ এবং ‘ভবানন্দ–মানসিংহ কাহিনী’।
\nভারতচন্দ্রের কিছু বিখ্যাত উক্তি হচ্ছে– ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’, ‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়’।