সঠিক উত্তর হচ্ছে: ৮ সেমি
ব্যাখ্যা: কেন্দ্র থেকে জ্যা এর উপর অংকিত লম্ব জ্যা কে সমদ্বিখণ্ডিত করে।
\nধরি, জ্যা এর অর্ধাংশ ক। কেন্দ্র থেকে জ্যা এর ওপর অংকিত লম্ব, জ্যা এর অর্ধাংশ ও বৃত্তের ব্যাসার্ধ একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে।
\nঅর্থাৎ, ক২ + ৩২ = ৫২
\nবা, ক২ = ৫২ - ৩২ = ১৬
\nসুতরাং, ক = ৪
\nজ্যা এর দৈর্ঘ্য = ৮\nফলে, জ্যা এর দৈর্ঘ্য = ক x ২ = ৪ x ২ = ৮ সে.মি