সঠিক উত্তর হচ্ছে: ম্যানোমিটার
ব্যাখ্যা:
\n\n
গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র নাম ম্যানোমিটার। পাইরোমিটার তাপের বিকিরণ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। হাইগ্রোমিটার বায়ুর আদ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। ব্যারোমিটার বায়ুমন্ডলের চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়।