সঠিক উত্তর হচ্ছে: স্বদেশী আন্দোলন
ব্যাখ্যা: ১৯০৫ সালে ব্রিটিশ সরকার বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করে যা ‘বঙ্গভঙ্গ’ নামে পরিচিত।
কিন্তু কংগ্রেস ও হিন্দুরা বাংলা ভাগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। ফলে কংগ্রেসের উগ্রপন্থিদের নেতৃত্বে বঙ্গভঙ্গের বিরোধিতায় ‘স্বদেশী আন্দোলনে’র সূত্রপাত হয়।
এই আন্দোলনের মূল বিষয় ছিলো ইংরেজদের সবকিছু বয়কট ও স্বদেশী পণ্যের ব্যবহার। বাংলার সর্বত্র স্বদেশী আন্দোলন ছড়িয়ে পড়ে।
তবে মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে ছিলো, তাই তারা স্বদেশী আন্দোলনে সম্পৃক্ত হয়নি। যার কারণে স্বদেশী আন্দোলনের ফলে বাংলার হিন্দু-মুসলমান সম্পর্কের অবনতি হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)