সঠিক উত্তর হচ্ছে: লিপিমালা
ব্যাখ্যা: ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রামরাম বসু কর্তৃক রচিত গ্রন্থ দুইটি। রাজা প্রতাপাদিত্য চরিত্র ও লিপিমালা। এছাড়া \'কথোপকথন\' ও ইতিহাসমালা উইলিয়াম কেরী রচিত গ্রন্থ। বত্রিশ সিংহাসন, রাজাবলি, হিতোপদেশ, প্রবোধচন্দ্রিকা প্রভৃতি গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালংকার। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]