সঠিক উত্তর হচ্ছে: কর্মধারয়
ব্যাখ্যা: প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সমাসসমূহ (গুরুত্বপূর্ণ)\n \nদ্বন্দ্ব সমাস\nধনী ও দরিদ্র = ধনী-দরিদ্র (বিপরীতার্থক দ্বন্দ্ব)\nহাট ও বাজার = হাট-বাজার (সমার্থক দ্বন্দ্ব)\nসাহেব, বিবি ও গোলাম = সাহেব-বিবি-গোলাম (বহুপদী দ্বন্দ্ব)\nজলে ও স্থলে = জলে-স্থলে (অলুক দ্ব›দ্ব) [৩৭তম বিসিএস]\nতেলে ও বেগুনে = তেলে-বেগুনে (অলুক দ্বন্দ্ব)\nবাঘে ও মহিষে = বাঘে-মহিষে (অলুক দ্বন্দ্ব)\nদুধে ও ভাতে = দুধে-ভাতে (অলুক দ্বন্দ্ব) \nঘরে ও বাইরে = ঘরে-বাইরে (অলুক দ্বন্দ্ব)\nহাতে ও পায়ে = হাতে-পায়ে (অলুক দ্বন্দ্ব)\nমায়ে ও ঝিয়ে = মায়ে-ঝিয়ে (অলুক দ্বন্দ্ব)\n─━━━━━━⊱✿⊰━━━━━━─\nকর্মধারয়\nযিনি ঋষি তিনিই কবি = ঋষিকবি (কর্মধারয়)\nমহান যে নবী = মহানবী (কর্মধারয়)\nমহতী যে কীর্তি = মহাকীর্তি \nযা কাঁচা তা-ই মিঠা = কাঁচামিঠা (কর্মধারয়)\nগোলাপ নামের ফুল = গোলাপফুল (মধ্যপদলোপী কর্মধারয়) \nছাড়ের জন্য যে পত্র = ছাড়পত্র (মধ্যপদলোপী কর্মধারয়) \nনব যে পৃথিবী = নবপৃথিবী (মধ্যপদলোপী কর্মধারয়) \nমহা যে নদী = মহানদী (কর্মধারয়) \nমহতী যে কীর্তি = মহাকীর্তি (কর্মধারয়) \nযিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি (কর্মধারয়)\nলঙ্কা যে বাটা = লঙ্কাবাটা (কর্মধারয়) \nসুন্দরী যে লতা = সুন্দরলতা (কর্মধারয়) \nগাড়ী রাখার জন্য বারান্দা = গাড়ীবারান্দা (মধ্যপদলোপী কর্মধারয়)\nগণ নিয়ন্ত্রিত তন্ত্র = গণতন্ত্র (মধ্যপদলোপী কর্মধারয়)\nচালে ধরে যে কুমড়া = চালকুমড়া (মধ্যপদলোপী কর্মধারয়)\nমৌ সংগ্রহকারী মাছি = মৌমাছি (মধ্যপদলোপী কর্মধারয়) \nহাসি মাখা মুখ = হাসিমুখ (মধ্যপদলোপী কর্মধারয়)\nপল মিশ্রিত অন্ন = পলান্ন (মধ্যপদলোপী কর্মধারয়)\nরান্না করার ঘর = রান্নাঘর (মধ্যপদলোপী কর্মধারয়) \nজীবন রক্ষার বীমা = জীবনবীমা (মধ্যপদলোপী কর্মধারয়) \nমুক্তি লাভের জন্য যে য্দ্ধু = মুক্তিযুদ্ধ (মধ্যপদলোপী কর্মধারয়) \nঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি (মধ্যপদলোপী কর্মধারয়) \nসিংহ চিহ্নিত আসন = সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয়)\nতুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র (উপমান কর্মধারয়)\nঅরূণের মত রাঙ্গা = অরুণরাঙ্গা (উপমান কর্মধারয়)\nকাজলের ন্যায় কাল = কাজলকাল (উপমান কর্মধারয়)\nকর পল্লবের ন্যায় = করপল্লব (উপমিত কর্মধারয়)\nকুমারী ফুলের ন্যায় = ফুলকুমারী (উপমিত কর্মধারয়)\nঅধর পল্লবের ন্যায় = অধরপল্লব (উপমিত কর্মধারয়)\nভব রূপ নদী = ভবনদী (রূপক কর্মধারয়) \nবকের ন্যায় ধার্মিক = বকধার্মিক (উপমান কর্মধারয়)\nনর সিংহের ন্যায় = নরসিংহ (উপমিত কর্মধারয়) \nবীর সিংহের ন্যায় = বীরসিংহ (উপমিত কর্মধারয়)\nমুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র (উপমিত কর্মধারয়)\nমন রূপ মাঝি = মনমাঝি (রূপক কর্মধারয়)\nজীবন রূপ প্রদীপ = জীবনপ্রদীপ (রূপক কর্মধারয়)\nবিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু (রূপক কর্মধারয়)\nক্ষুধা রূপ অনল = ক্ষুধানল (রূপক কর্মধারয়) \n─━━━━━━⊱✿⊰━━━━━━─\nদ্বিগু সমাস\nসপ্ত অহের সমাহার = সপ্তাহ (দ্বিগু সমাস) \nচৌ রাস্তার সমাহার = চৌরাস্তা (দ্বিগু সমাস) \nসাত সমুদ্রের সমাহার = সাতসমুদ্র (দ্বিগু সমাস)\nতে মাথার সমাহার = তেমাথা (দ্বিগু সমাস)\n─━━━━━━⊱✿⊰━━━━━━─\nবহুব্রীহি সমাস \nঊন পাঁজর যার = ঊনপাঁজুরে (প্রত্যয়ান্ত বহুব্রীহি)\nমহান আত্মা যার = মহাত্মা (বহুব্রীহি)\nদশ আনন যার = দশানন (সংখ্যাবাচক বহুব্রীহি)\nনেই ধর্ম যার = অধর্ম (নঞ বহুব্রীহি)\nসু বর্ণ যার = সুবর্ণ (বহুব্রীহি)\nস্ত্রীর সহিত বর্তমান = সস্ত্রীক (বহুব্রীহি)\nহাতে হাতে যে দ্ব›দ্ব = হাতাহাতি (ব্যতিহার বহুব্রীহি) \nযুবতী জায়া যার = যুবজানি (বহুব্রীহি)\nজীবিত থেকেও মৃত = জীবন্মৃত (বহুব্রীহি) \nতৎপুরুষ সমাস\nচিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী (দ্বিতীয়া তৎপুরুষ)\nতেল দিয়ে ভাজা = তেলেভাজা (তৃতীয়া তৎপুরুষ)\nহজে¦র নিমিত্ত যাত্রা = হজ¦যাত্রা (চতুর্থী তৎপুরুষ)\nদল থেকে ছাড়া = দলছাড়া (পঞ্চমী তৎপুরুষ) \n\nঅব্যয়ীভাব সমাস\nকূলের সমীপে = উপকূল (সামীপ্য) \nআমিষের অভাব = নিরামিষ (অভাব অর্থে) \nশহরের সদৃশ = উপশহর (সামীপ্য) \nদিন দিন = প্রতি দিন (বিপ্সা)\nঅনুতে যে তাপ = অনুতাপ (পশ্চাৎ)\n