সঠিক উত্তর হচ্ছে: সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য
ব্যাখ্যা: হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে:\n\nগল্পগ্রন্থঃ\nসমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪)\nআত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭)\nজীবন ঘষে আগুন (১৯৭৩)\nনামহীন গোত্রহীন (১৯৭৫)\nপাতালে হাসপাতালে (১৯৮১)\nনির্বাচিত গল্প (১৯৮৭)\nআমরা অপেক্ষা করছি (১৯৮৮)\nরাঢ়বঙ্গের গল্প (১৯৯১)\nরোদে যাবো (১৯৯৫)\nহাসান আজিজুল হকের শ্রেষ্ঠগল্প (১৯৯৫)\nমা মেয়ের সংসার (১৯৯৭)\nবিধবাদের কথা ও অন্যান্য গল্প (২০০৭)\n\nপ্রবন্ধঃ\nকথাসাহিত্যের কথকতা (১৯৮১)\nচালচিত্রের খুঁটিনাটি (১৯৮৬)\nঅপ্রকাশের ভার (১৯৮৮)\nসক্রেটিস (১৯৮৬)\nঅতলের আধি (১৯৯৮)\nকথা লেখা কথা (২০০৩)\nলোকযাত্রা আধুনিক সাহিত্য (২০০৫)\nএকাত্তর : করতলে ছিন্নমাথা (২০০৫)\nছড়ানো ছিটানো (২০০৮)\nকে বাঁচে কে বাঁচায় (২০০৯)\nবাচনিক আত্মজৈবনিক (২০১১)\nচিন্তন-কণা (২০১৩)\nরবীন্দ্রনাথ ও ভাষাভাবনা (২০১৪)\n\nউপন্যাসঃ\nআগুনপাখি (২০০৬)\nসাবিত্রী উপাখ্যান (২০১৩)\nশামুক ২০১৫\n\nউপন্যাসিকাঃ\nবৃত্তায়ন (১৯৯১)\nশিউলি (২০০৬)\n\nনাটকঃ\nচন্দর কোথায় (জর্জ শেহাদের নাটকের ভাষান্তর)\nশিশুসাহিত্য\nলালঘোড়া আমি (১৯৮৪ সালে প্রকাশিত কিশোর উপন্যাস)\nফুটবল থেকে সাবধান (১৯৯৮ সালে প্রকাশিত শিশুতোষ গল্প)\n\nস্মৃতিকথা/আত্মজীবনীমূলকঃ \nফিরে যাই, ফিরে আসি (১ম অংশ, ২০০৯)\nউঁকি দিয়ে দিগন্ত (২য় অংশ, ২০১১)\nটান (২০১২)\nলন্ডনের ডায়েরি (২০১৩)\nএই পুরাতন আখরগুলি (৩য় অংশ, ২০১৪)\n\nসম্পাদিত গ্রন্থঃ\nগোবিন্দচন্দ্র দেব রচনাবলী (তিন খণ্ড, ১৯৭৯)\nদুই বাংলার ভালোবাসার গল্প (যৌথ, ১৯৮৯)\nএকুশে ফেব্রুয়ারি গল্প সংকলন (২০০০)\nকুসুমে কুসুমে স্মারকচিহ্ন (অধ্যাপক মফিজউদ্দিন স্মারকগ্রন্থ)\nজন্ম যদি তব বঙ্গে (সারোয়ার জাহান স্মারকগ্রন্থ)\nবং বাংলা বাংলাদেশ (যৌথ, সনৎকুমার সাহা সম্মাননাগ্রন্থ, ২০১২)\nরমেন্দ্রনাথ ঘোষ : দার্শনিক প্রবন্ধাবলি (যৌথ, ২০১৪)\nএছাড়া তিনি ‘প্রকৃতি’ নামে একটি সাহিত্য ও সংস্কৃতির ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন। এটির ১ম সংখ্যার প্রকাশকাল ১৯৯২। পত্রিকাটির চারটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।\n\nরচনাসংগ্রহঃ\nহাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-১ (২০০১)\nহাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-২ (২০০১)\nহাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-৩ (২০০২)\nহাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-৪ (২০০৩)\nহাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-৫ (২০০৭)\nহাসান আজিজুল হকের রচনাসংগ্রহ-৬ (২০১১)