সঠিক উত্তর হচ্ছে: এয়ারল্যান্ডার-১০
ব্যাখ্যা: বিশ্বের দীর্ঘতম উড়োজাহাজ এয়ারল্যান্ডার-১০ চালানোর আগে এর ছবি প্রকাশ করা হয়েছে। ৯২ মিটার লম্বা এই উড়োজাহাজটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী বিমানের তুলনায় ১৮ মিটার বেশি লম্বা। এ উড়োজাহাজটির নকশা করেছে ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস (এইচএভি) এবং এটি তৈরি করতে প্রায় নয় বছর সময় লেগেছে। টানা তিন সপ্তাহ এটি আকাশে থাকতে পারবে। জ্বালানি হিসেবে এতে হিলিয়াম ব্যবহার করা হয়েছে।