সঠিক উত্তর হচ্ছে: Tables
ব্যাখ্যা: ডেটাবেজে একাধিক টেবিল নির্দিষ্ট ফিল্ডের (প্রাইমারি কী ও ফরেন কী) উপর ভিত্তি করে সম্পর্ক স্থাপন করাই হলো রিলেশনশিপ। বিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেজকে বিলেশনাল ডেটাবেজ বলা হয়। আধুনিক ডেটাবেজ সফটওয়্যার বলতে সাধারণত রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়। কয়েকটি RDBMS হলো- মাইক্রোসফট একসেস, ওরাকল ইত্যাদি। তথ্যসূত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।