সঠিক উত্তর হচ্ছে: বাড়ি নির্মাণের জন্য ঋণ প্রদান
ব্যাখ্যা: বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক কর্তৃপক্ষ হিসাবে দেশের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর ৭এ ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যাবলীসমূহ হচ্ছে:\n\nমুদ্রানীতি ও ঋণনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন;\nব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ এবং দেশীয় আর্থিক বাজারের প্রসার ও উন্নয়ন;\nদেশের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা;\nমুদ্রা (ধাতব ও কাগুজে মুদ্রা) ইস্যু করা;\nপরিশোধ ব্যবস্থার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান;\nটাকা পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ;\nঋণের তথ্য সংগ্রহ করা;\nবৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা;\nআমানত বীমা প্রকল্প পরিচালনা।