সঠিক উত্তর হচ্ছে: অপারেশন সার্চলাইট
ব্যাখ্যা: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানে যে অভিযানের মাধ্যমে গণহত্যা চালায় তা ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।
এর নীল নকশা প্রস্তুত করেন জেনারেল টিক্কা খান এবং মেজর জেনারেল রাও ফরমান আলী।
ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার দায়িত্বে ছিলো রাও ফরমান আলী।
২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।
অন্যদিকে,
- অপারেশন ক্লিনহার্ট : ২০০৩ সালে সেনাবাহিনী পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান
- অপারেশন থান্ডাবোল্ড : ২০১৬ সালে হলি আর্টিসান রেস্তোরায় সেনাবাহিনীর কমান্ডো অভিযান
- অপারেশন ক্লোজডোর : ১৯৭২ সালে স্বাধীনতার পর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)