সঠিক উত্তর হচ্ছে: স্টুয়ার্ড সি. ডড
ব্যাখ্যা: সামাজিক মূল্যবোধ সম্পর্কে স্টুয়ার্ড সি. ডড এর অভিমত হলো, ‘সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।’ মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক আচরণ ও কর্মকাণ্ড যে সব নীতিমালার দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলা হয়। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)