সঠিক উত্তর হচ্ছে: অরি, বৈরী, শুচি,
ব্যাখ্যা: প্রশ্নটির উত্তর খোঁজ করার জন্য নীল বেলুন (?) Emoji দ্বারা চিহ্নিত শব্দসমূহের সমার্থক শব্দসমূহ দেখুন_____________________________ \r\n\r\n? সর্ম্পূণ : ষোলকলা \r\n? শব্দ : আওয়াজ, ধ্বনি, নাদ, নিনাদ, নিস্বন, রব, স্বন, স্বর, আরাব \r\n? শিষ্টাচার : সদাচার, ভদ্রতা, সৌজন্য\r\n? শত্রু : অরি, বৈরী, রিপু, অমিত্র, প্রতিপক্ষ, বিপক্ষ, দুশমন, বিদ্বেষী, অবন্ধু, বিরোধী। \r\n? শিষ্ট : শান্ত, সুশীল, ভদ্র, নীতিবান, শিক্ষিত। \r\n? শ্রীঘর : জেলখানা [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৩; সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১২], জেল, বন্দিশালা, হাজতখানা, কয়েদখানা, কারাগার, কারা \r\n? শুদ্ধ : পবিত্র, শুচি, খাঁটি, নির্দোষ, নির্ভেজাল, অমিশ্রিত\r\n? ষণ্ড : ষাঁড়, বৃষ, ঋষভ, বলিষ্ঠ, শক্তিশালী \r\n? হরিণ : সুনয়ন, সারঙ্গ, মৃগ, কুরঙ্গ [প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার: ১৪]\r\n? হস্তী : হাতি, করী [১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন্: ১৪], দ্বিপ [বিআরডিবি এর উপজেলা পল্লী উন্নয় কর্মকর্তা], মাতঙ্গ [পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১২], বারণ, গজ, কুঞ্জর [সহকারী পরিকল্পনা কর্মকর্তা: ১২], দ্বিরদ, বৃংগল, নশ, দন্তী, রদনী, ঐরাবত, করন [পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার ক্যাশ: ১১; বাংলাদেশ কৃষি ব্যাংক সহকারী অফিসার: ০৭] \r\n?হীন : নীচ, অধম, অবনত, অবস্থা, অতিশয়, বিনীত, ক্ষীণ, দুর্দশাপন্ন, নিন্দনীয় \r\n? হাত : হস্ত, কর, পাণি, ভুজ, বাহু