সঠিক উত্তর হচ্ছে: ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
ব্যাখ্যা: বাক্যে অশুদ্ধ শব্দের প্রয়োগে বাক্য অশুদ্ধ হয়ে পড়ে। এই অশুদ্ধতা বহু প্রকারের হয়ে থাকে। যেমনঃ\nঅশুদ্ধ- সূর্য উদয় হয়েছে (শব্দের অপপ্রয়োগ)\nশুদ্ধ - সূর্য উদিত হয়েছে\nঅশুদ্ধ- আমার টাকার আবশ্যক নেই (অর্থজনিত ভুল)\nশুদ্ধ- আমার টাকার আবশ্যকতা নেই\nঅশুদ্ধ- জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে (সন্ধিজনিত ভুল)\nশুদ্ধ- জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে\nএকমাত্র শুদ্ধ বাক্য \'ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ।\'\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]