সঠিক উত্তর হচ্ছে: সুরেশ ও অচলা
ব্যাখ্যা: এই উপন্যাসের তিনটি প্রধান চরিত্র-অচলা,মহিম ও সুরেশ।অপরদিকে নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনি হল বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’, গোবিন্দলাল ও রোহিণী হল বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল’ এবং মধুসুদন ও কুমুদিনি হল রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের চরিত্র।