সঠিক উত্তর হচ্ছে: বসন্তকুমারী নাটক
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক বসন্তকুমারী নাটক। নাটকটির রচয়িতা মীর মশাররফ হোসেন। নাটকটিকে তিনি নবাব আবদুল লতিফ উৎসর্গ করেন। এটির নামকরণে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের প্রভাব রয়েছে। এছাড়াও তাঁর অন্যান্য নাটক হলো- বেহুলা গীতাভিনয়, জমিদার দর্পণ, টালা অভিনয়। উৎস: Hello BCS লেকচার।