সঠিক উত্তর হচ্ছে: প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: প্রমথ চৌধুরীর গ্রন্থের মধ্যে রয়েছে- তেল-নুন-লাকড়ি (১৯০৬), সনেট পঞ্চাশৎ (১৯১৩), চার-ইয়ারি কথা (১৯১৬), বীরবলের হালখাতা (১৯১৬), নানাকথা (১৯১৯), The Story of Bengali Literature (১৯১৭), পদচারণ (১৯১৯), রায়তের কথা (১৯২৬), নানাচর্চা (১৯৩২), নীললোহিত (১৯৩২), আত্মকথা (১৯৪৬) প্রভৃতি।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]