সঠিক উত্তর হচ্ছে: দুর্মূল্য
ব্যাখ্যা: আহমদ শরীফ সম্পাদিত বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানে ‘মঙ্গা’ শব্দটি আছে। এটিকে ব্যাকরণগতভাবে বিশেষণ পদবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থ দেয়া হয়েছে দুর্মূল্য; মহার্ঘ। এরই পাশাপাশি ‘মাঙ্গি’, ‘মাগ্গি’, ‘গন্ডা’ শব্দগুলো উল্লেখ করা হয়েছে, তবে আঞ্চলিক শব্দ হিসেবে। ড. মুহাম্মদ এনামুল হক ও শিবপ্রসন্ন লাহিড়ী সম্পাদিত বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান পরিমার্জিত সংস্করণেও ‘মঙ্গা’ শব্দটি পাওয়া গেল না। তবে ‘মাঙ্গা’ শব্দটি আছে। এর অর্থ লেখা হয়েছে দুর্মূল্য; মহার্ঘ।