সঠিক উত্তর হচ্ছে: স্বীয় ব্যর্থ জীবনের হাহাকারে
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত \'কৃষ্ণকান্তের উইল\' উপন্যাসের চরিত্র রোহিণী । এ উপন্যাসের আরো দুটি উল্লেখযোগ্য চরিত্র হলো- গোবিন্দ লাল ও ভ্রমর।অল্পবয়সে বিধবা রোহিনী স্বীয় ব্যর্থ জীবনের হাহাকারে আত্বহত্যা করতে চেয়েছিলো।\nতথ্যসূত্রঃ জিজ্ঞাসা,সৌমিত্র শেখর