সঠিক উত্তর হচ্ছে: উপমিত কর্মধারয়
ব্যাখ্যা: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এই সমাসে উপমেয় পদটি (অনুমান করে নেয়া) পূর্বে বসে। যেমন - মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ ইত্যাদি।
উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলা ২য় পত্র।