সঠিক উত্তর হচ্ছে: ভাববাচ্য
ব্যাখ্যা:
\n\n
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। যেমনঃ এ পথে চলা যায় না।\r\n\r\nএবার ট্রেনে ওঠা যাক। কোথা থেকে আসা হচ্ছে?