সঠিক উত্তর হচ্ছে: সব গুলো
ব্যাখ্যা: USB – এর পূর্ণরূপ – Universal Serial Bus.\n● ইনটেল মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি
কম্পিউটারগুলোতে USB বাস ব্যাপকভাবে করা হচ্ছে – ১৯৯৮ সাল থেকে।
\n● বর্তমানে USB বাসের ভিত্তিতে তৈরি হচ্ছে – কীবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা।
\n● এ যাবৎকালের উদ্ভাসিত সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার বাস হলো – ফায়ারওয়্যার।
\n● ফায়ারওয়্যার এর সাহায্যে প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফার সম্ভব – ৪০০ মেগাবাইট।