সঠিক উত্তর হচ্ছে: আওরঙ্গজেব
ব্যাখ্যা: ফতোয়ায়ে আলমগীরী এছাড়াও আল-ফাতাওয়া আল-আলমগিরিয়া (আরবি: الفتاوى العالمكيرية) বা আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (আরবি: الفتاوى الهندية) নামেও পরিচিত একটি ইসলামী আইন সংকলন, যা ৫৪ বছর ধরে অধিকাংশ ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রশিল্প, সাধারণ নৈতিকতা, সামরিক কৌশল, অর্থনৈতিক নীতি, ন্যায় বিচার এবং শাস্তির উপর আইন সংকলন ছিল। মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে এই সংকলন প্রণীত হয়। \"ভারতে তৈরি মুসলিম আইনের সর্বশ্রেষ্ঠ নিদর্শন\" হিসাবে ঘোষণা করা হয়, সংকলনটি ব্যাপকভাবে ইসলামিক আইনশাস্ত্রের (ফিকহ) ক্ষেত্রে সবচেয়ে সুসংগঠিত কাজগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছে। সুন্নি হানাফি মাজহাবের ভিত্তিতে শরিয়া আইন এতে সংকলিত হয়েছে। অনেক আলেম এই গ্রন্থ প্রণয়নে অবদান রেখেছেন। এতে কুরআন, সহীহ আল-বুখারী, সহীহ মুসলিম, সুন্না আবু দাউদ ও জামি\'আত-তিরমিযী থেকে সব লেখা হয়েছিল।\n\n