সঠিক উত্তর হচ্ছে: মোট দেশজ উৎপাদন
ব্যাখ্যা: একটি দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণত এক বছরে ভৌগলিক সীমানার মধ্যে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন(GDP) বলে। এটি মূলত একটি দেশের অর্থনীতির অবস্থার মূল্যায়ন করতে ব্যবহৃত হয়।\nজিডিপি শুধু দেশের অভ্যন্তরীণ উৎপাদিত পণ্য ও সেবার আর্থিক মূল্যমান। অর্থাৎ কেউ যদি বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে দেশে টাকা পাঠায় তাহলে সেই আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না বা অভ্যন্তরীণ উৎপাদন হিসেবে পরিগণিত হবে না।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী অর্থনীতি]