সঠিক উত্তর হচ্ছে: টিক্কা খান
ব্যাখ্যা: জেনারেল নিয়াজি তাঁর বইয়ে উল্লেখ করেছেন, জেনারেল টিক্কা খান তাঁকে বলেছিলেন, ‘আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না।’ নিয়াজি তাঁর বইয়ে আরো উল্লেখ করেছেন, টিক্কা খান পোড়ামাটির নীতি গ্রহণ করেন এবং সে অনুসারে জেনারেল রাও ফরমান আলী ও ঢাকার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জাহানজেব আরবাবকে হুকুম দেন। রাও ফরমান আলী তাঁর টেবিল ডায়েরিতে লিখে রেখেছিলেন, পূর্ব পাকিস্তানের সবুজ ভূমি বাঙালির রক্তে লাল করা হবে। যুদ্ধের পর পাকিস্তানের প্রধান বিচারপতি হামদুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্তে পাকিস্তান সেনাবাহিনী অনেক চেষ্টা করেও গণহত্যার বিষয়টি সম্পূর্ণভাবে ধামাচাপা দিতে পারেনি।