কুতুব-উদ-দীন মুহাম্মদ আজম (২৮ জুন ১৬৫৩ – ৮ জুন ১৭০৭), সাধারণভাবে আজম শাহ নামে পরিচিত, সংক্ষেপে মুঘল সম্রাট ছিলেন, যিনি ১৭০৭ সালের ১৪ মার্চ থেকে ৮ জুন ১৭০৭ পর্যন্ত রাজত্ব করেন। তিনি ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব ও তার প্রধান সঙ্গী দিলরাস বানু বেগমের জ্যেষ্ঠ পুত্র ছিলেন।