সঠিক উত্তর হচ্ছে: তেল
ব্যাখ্যা: ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।বর্তমান সদস্য ১৩ টি। ১ জানুয়ারী ২০১৯ এ কাতার এবং ১ জানুয়ারী২০২০ এ ইকুয়েডর সদস্য পদ ছেড়ে দেয়।\n[তথ্যসূত্রঃ বিশ্বকোষ ]