সঠিক উত্তর হচ্ছে: জনপ্রতিনিধিদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া
ব্যাখ্যা: যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তা ই মূল্যবোধ। একজন আমলা বা প্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনগণের কল্যাণ সাধন করা। এই মূল্যবোধের আলোকেই একজন প্রশাসক বা আমলা তার কর্মকাণ্ডকে পরিচালিত করে।
জনপ্রতিনিধিদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া - প্রশাসনের কর্মকর্তা/আমলাদের মূল্যবোধের পরিপন্থী কাজ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই– প্রফেসর মোঃ মোজাম্মেল হক।