সঠিক উত্তর হচ্ছে: অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
ব্যাখ্যা: উপভাষা বলতে বোঝানো হয় দেশের বিভিন্ন ক্ষুদ্র অঞ্চলে ব্যবহৃত ভাষাকে বা আঞ্চলিক ভাষাকে বা বিশেষ অঞ্চলের দৈনন্দিন জীবন - যাপনের ভাষাকে। বঙ্গালি উপভাষা অঞ্চল হলো \'বরিশালি\' (বরিশাল), \'খুলনাইয়া\' (খুলনা), \'ময়মনসিংহীয়\' (ময়মনসিংহ), \'নোয়াখালীয়\' (নোয়াখালী), \'ঢাকাইয়া কুট্টি\' ইত্যাদি। পৃথিবীর প্রায় সব ভাষাতেই উপভাষা আছে। বস্তুত ভাষা ও উপভাষার মধ্যে কোনো সহজাত পার্থক্য নেই; উপভাষা হলো একটি ভাষার ভৌগোলিক রূপভেদ।