সঠিক উত্তর হচ্ছে: এঞ্জামেন
ব্যাখ্যা: বায়দূষণে দূষিত রাজধানীর তালিকায় ৩য় অবস্থানে আছে আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেন। সুইজারল্যান্ড ভিত্তিক দূষণরোধকারী প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান আইকিউএয়ারের ২০২১ বিশ্ববায়ুমান প্রতিবেদনে এই তথ্য দেখা যায়। প্রথম স্থানে রয়েছে ভারতের নয়াদিল্লী। ২য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা।[তথ্যসূত্রঃ প্রথম আলো]