সঠিক উত্তর হচ্ছে: তারাশঙ্কর বন্দোপাধ্যায়
ব্যাখ্যা: \'মস্কোতে কয়েকদিন\' নামক ভ্রমণকাহিনীর রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।\n\n\nতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ।\nতিনি ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদারবংশে জন্ম গ্রহণ করেন।\nতারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।\n\nউৎস: মস্কোতে কয়েক দিন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।