সঠিক উত্তর হচ্ছে: আবদুল্লাহ আল মামুন
ব্যাখ্যা: সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এখনও ক্রীতদাস, চারিদিকে যুদ্ধ, কোকিলারা ইত্যাদি নাটকের রচয়িতা আবদুল্লাহ আল মামুন। আনিস চৌধুরী রচিত নাটক হলো মানচিত্র ও এ্যালবাম। আসকার ইবনে শাইখ রচিত নাটক হলো অনেক তারার হাতছানি, বিলবাওয়ের ঢেউ, বিদ্রোহী পদ্মা, বিরোধ, অনুবর্তন, এপার-ওপার ইত্যাদি। কাঁকর মনি, আমলার মামলা ও তস্কর লস্কর হলো শওকত ওসমান রচিত নাটক। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)