সঠিক উত্তর হচ্ছে: নাগোয়া প্রটোকল
ব্যাখ্যা: নাগোয়া প্রটোকল এর পূর্নরুপ হচ্ছে Nagoya Protocol on Access to Genetic Resources and the Fair and Equitable Sharing of Benefits Arising from their Utilization to the Convention on Biological Diversity। এটী ২০১০ শালে জাপানের নাগোয়ায় স্বাক্ষর করা হয়। এতে স্বাক্ষর করে ১২৮টি দেশ এবং কার্যকর হয় ২০১৪ সাল থেকে। এর লক্ষ্য বন্য প্রাণী সংরক্ষণ।