সঠিক উত্তর হচ্ছে: INTUC
ব্যাখ্যা: INTUC(ভারতীয় জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস) হল ভারতীয় জাতীয় কংগ্রেসের ট্রেড ইউনিয়ন শাখা। \nএটি 1947 সালে 3 মে গঠিত হয়েছিল, এটি আন্তর্জাতিক বাণিজ্য সংঘের সাথে সংযুক্ত।\nINTUC-র প্রথম অধিবেশনের উদ্বোধন করেছিলেন তৎকালীন জাতীয় কংগ্রেসের সভাপতি আচার্য জে বি কৃপালিনী। \nভারতে ট্রেড ইউনিয়নগুলি ট্রেড ইউনিয়ন আইন (1926) দ্বারা রেজিস্ট্রিকৃত এবং সেইমত তাঁদের বার্ষিক রিপোর্টও পেশ করতে হয়। \nভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলন মূলত রাজনৈতিক মতাদর্শে বিভক্ত এবং স্বাধীনতা পূর্ব রাজনৈতিক দল এবং ইউনিয়নগুলির মধ্যে বিরোধীতার সম্পর্ক বজায় রাখার প্রবণতা রয়েছে। \nভারতীয় মজদূর সঙ্ঘ হল ভারতের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন।