সঠিক উত্তর হচ্ছে: যারা অত্যন্ত পরিশ্রমী, তারাই উন্নতি করে
ব্যাখ্যা: প্রতিটি বাক্যের দুটি অংশ— উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্যের সাথে বিশেষণাদি যুক্ত হয়ে উদ্দেশ্যকে সম্প্রসারিত করলে তাকে সম্প্রসারিত উদ্দেশ্য বলে। যারা অত্যন্ত পরিশ্রমী, তারাই উন্নতি করে- বাক্যে \"যারা অত্যন্ত পরিশ্রমী\" হল উদ্দেশ্য \"তারাই\" এর সম্প্রসারক। (তথ্যসূত্র- বোর্ডবই ৯ম-১০ম শ্রেনি বাংলা ভাষার ব্যকরণ)