নিচের অপশন গুলা দেখুন
- ওয়াশিংটন সম্মেলন
- ডাম্বারটন ওকস সম্মেলন
- ইয়াল্টা সম্মেলন
- মস্কো সম্মেলন
ডাম্বারটন ওকস্ সম্মেলনঃ
২১ সেপ্টেম্বর, ১৯৪৪ - ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস্ - ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা “Dumbarton Oaks Conference” নামে পরিচিত। এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিলো। এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয় যা হলো-
- জাতিসংঘের গঠনের রূপরেখা,লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
- নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ
ইয়াল্টা সম্মেলনঃ
১১ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference” নামে পরিচিত। এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” নির্ধারিত হয়। এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।
উৎসঃ HelloBCS Content (upcoming)