সঠিক উত্তর হচ্ছে: একেই কি বলে সভ্যতা
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রহসন হলাে ‘একেই কি বলে সভ্যতা’ (১৮৬০)। এ প্রহসনের মধ্য দিয়ে বাংলা প্রহসন সাহিত্যের রুচি বদল ঘটেছে। মাইকেল মধুসূদন দত্ত নবলব্ধ ইংরেজি শিক্ষাভিমানী যুবকদের উচ্ছলতা ও অনাচারের কথা বর্ণনা করতে রচনা করেন দুই অঙ্ক বিশিষ্ট নাটক \'একেই কি বলে সভ্যতা\'।