সঠিক উত্তর হচ্ছে: গৌড়
ব্যাখ্যা: প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন মুবারক শাহ (১৩৩৮-১৩৪৯)। তাঁর রাজধানী ছিল ঐতিহাসিক সোনারগাঁও। ১৩৫২ খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ ফখরুদ্দীন মুবারক শাহকে পরাজিত করে সোনারগাঁও দখল করতে সক্ষম হন। ফলে পুরো বাংলা তাঁর কর্তৃত্বাধীন চলে আসে। তিনি পাণ্ডুয়ায় রাজধানী স্থাপন করেন। ইলিয়াস শাহী বংশের প্রথম পর্যায় সমাপ্ত হয় রাজা গণেশের উত্থানে। পুনরায় মুসলিম বিজয়ের মাধ্যমে রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বাংলার সিংহাসনে বসেন। তাঁর নতুন নাম হয় জালালুদ্দীন মুহাম্মদ। তিনি দু পর্যায়ে ১৪১৫-১৪১৬ এবং ১৪১৮-১৪৩৩ সাল পর্যন্ত বাংলা শাসন করেন। তিনি ১৪১৮ সালে রাজধানী পাণ্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তর করেন। এরপর সুলতানি শাসনের শেষ পর্যন্ত (১৫৩৮ সাল পর্যন্ত) বাংলার রাজধানী থাকে গৌড়ে। তাই বলা যায়, সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়ে।