সঠিক উত্তর হচ্ছে: ঝিলিমিলি
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি। এটি ১৯৩০ সালে প্রকাশিত হয়। কবির \"ঝিলিমিলি\" নাট্যগ্রন্থটি ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী নামের ৩ টি নাটকের সংকলন প্রথম নাট্যগ্রন্থ। তার অন্যান্য নাট্যগ্রন্থগুলো হলঃ আলেয়া, মধুমালা ও পুতুলের বিয়ে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]