সঠিক উত্তর হচ্ছে: অন্যায় থেকে বিরত থাকা
ব্যাখ্যা: নৈতিক মূল্যবোধের স্বরূপ ও গুরুত্ব : নৈতিক মূল্যবোধ মানুষের জীবনে অনুসরণযোগ্য এমন কিছু আচরণ বিধি, যা মানুষের জীবনব্যবস্থা ও জীবনপদ্ধতিকে করে তোলে সুন্দর, নির্মল ও রুচি স্নিগ্ধ। নৈতিকতা মানুষকে অন্যায়ের পতন-বন্ধুর পথের বিপদ থেকে বাঁচায়।\n\nএখানে অন্যায় থেকে বিরত থাকা নৈতিল মূল্যবোধের উদাহরণ। \n\n[তথ্যসূত্রঃ যুগান্তর]