সঠিক উত্তর হচ্ছে: সান্ধ্য
ব্যাখ্যা: চর্যার ভাষা বাংলা হলেও সহজিয়া সাধকগণ একটি দুর্বোধ্য রহস্যময় ভাষায় এই পদগুলি রচনা করেছিলেন। এই ভাষার নাম সন্ধ্যা ভাষা - যার অর্থ, যে ভাষা রহস্যময় এবং যা বুঝতে বিলম্ব হয় অথবা, যার অর্থ সম্যক্ ধ্যানের দ্বারা বুঝতে হয়, তা সন্ধ্যাভাষা। [ তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]