সঠিক উত্তর হচ্ছে: বনানী
ব্যাখ্যা: দ্বিরুক্ত শব্দের অর্থ- দুবার উক্ত হয়েছে এমন।একই শব্দ ঈষৎ পরিব র্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি।যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের কয়েকটি নিয়ম আছে।যেমন:\n\nভিন্নার্থক শব্দ যোগে: ডালভাত, তালাচাবি,পথঘাট, অলগলি।\n\nতাই সঠিক উত্তর: ডালভাত