সঠিক উত্তর হচ্ছে: সীমান্ত
ব্যাখ্যা: মাহবুব উল আলম চৌধুরী সুরচিত চৌধুরীর সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছেন পূর্ব পাকিস্তানে প্রকাশিত প্রথম প্রগতিশীল মাসিক সাময়িকপত্র \'সীমান্ত\' (১৯৪৭ ১৯৫২)। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় কার্তিক ১৩৫৪ বঙ্গাব্দে। এর প্রচ্ছদে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী প্রফুলচন্দ্র ঘোষের অভিমত ছাপা হয়। \'দেশ\', \'আনন্দবাজার\', ‘যুগান্তর\' ইত্যাদি পত্রিকার উচ্ছসিত প্রশংসা ছাপা হয়। উন্নতমানের সুসম্পাদিত ঐ পত্রিকাটি অসাম্প্রদায়িক প্রগতি চেতনার ধারক ও বাহক। হিসেবে পাঠক মহলে সমাদৃত হয়েছিল ।