সঠিক উত্তর হচ্ছে: প্রোটন সংখ্যা সমান থাকে
ব্যাখ্যা: আইসোটোপ (Isotope)
\n? যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসােটোপ। বলা হয়। অন্যভাবে বলা যায়, এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি। | হওয়ার ফলে সংখ্যা বেড়ে যায়, তাদেরকে পরস্পরের আইসােটোপ বলা হয়। যেমন: হাইড্রোজেনের আইসােটোপগুলাে হলাে প্রােটিয়াম (¹H₁), ডিউটেরিয়াম (²H₁) ও ট্রিটিয়াম (³H₁)।
\n? হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম তিনটিরই পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা যথাক্রমে 1, 2 এবং 3.
\n? হাইড্রোজেন পরমাণুতে কোনাে নিউট্রন থাকে না। ইউরেনিয়ামের তিনটি আইসােটোপ (²³⁴U₉₂), (²³⁵U₉₂), (²³⁸U₉₂)। পারমাণবিক চুল্লীতে বহুল ব্যবহৃত আইসােটোপ (²³⁵U₉₂)।\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆