সঠিক উত্তর হচ্ছে: জননী
ব্যাখ্যা: শওকত ওসমানের প্রথম উপন্যাস - জননী (১৯৬১)। এর উল্লেখযোগ্য চরিত্রঃ দরিয়া - বিবি, আজহার, মোনাদি, ইয়াকুব, চন্দ্রকোটাল প্রমুখ। তার ক্রীতদাসের হাসি - উপন্যাসের জন্য তাকে আদমজি পুরস্কারে ভূষিত করা হয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।