সঠিক উত্তর হচ্ছে: রাজপুত, পঙ্কজ
ব্যাখ্যা: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যামান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।\n\nযেমন- রাজপুত= রাজার পুত্র। কিন্তু এটি কোন জাতিবিশেষ কে বুঝায়।\nপঙ্কজ = পঙ্কে জন্মে যা। কিন্তু এটি নির্দিষ্ট ভাবে পদ্ম ফুলকে বুঝায়।\nআবার\n মহাযাত্রা= মহা সমারোহে যাত্রা। এটি এ অর্থে না ব্যবহৃত হয়ে মৃত্যুর উদ্দেশ্যে গমন বুঝায়।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]